বিকাশ থেকে টাকা ইনকাম করার কার্যকর ৫টি উপায় | বিকাশ দিয়ে ইনকাম
বর্তমানে আমরা অনেকেই রয়েছি বিকাশ থেকে টাকা ইনকাম করতে চাই? কিন্তু কোন কোন উপায়ে কিভাবে বিকাশ থেকে টাকা ইনকাম করা যায় অনেকেই জানিনা।
কিভাবে বিকাশ থেকে টাকা ইনকাম করা যায়? সে বিষয়ে আজকের এই আর্টিকেলে ৫টি কার্যকার উপায় সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে।
তাই আপনারা যদি বিকাশ থেকে টাকা ইনকাম করার জন্য ৫টি কার্যকর উপায় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই আর্টিকেলটি আপনাদেরকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত করতে হবে।
আপনারা যদি বিকাশ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে প্রথমত আপনাদের একটি বিকাশ একাউন্ট এর প্রয়োজন হবে। তাই আপনাদের মধ্যে যদি কারো বিকাশ একাউন্ট না থাকে তাহলে তাদের কে একটি বিকাশ একাউন্ট তৈরি করতে হবে।
বিকাশ একাউন্ট তৈরি করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করে আপনারা একটি বিকাশ একাউন্ট তৈরি করে নিতে পারেন।
বিকাশ একাউন্ট খোলার নিয়ম?
একটি বিকাশ একাউন্ট খোলার জন্য যেসব ডকুমেন্ট ও জিনিস জরুরি প্রয়োজন:
- আপনার নামে নিবন্ধিত একটি মোবাইল নম্বর (আপনি যে নম্বরে একাউন্ট খুলবেন)
- আপনার জাতীয় পরিচয় পত্র (NID Card)
- একটি স্মার্ট ফোন ও ইন্টারনেট সংযোগ
বিকাশ অ্যাপ দিয়ে একাউন্ট খোলার নিয়ম
চলুন এবার বিকাশ অ্যাপ দিয়ে একাউন্ট খোলার নিয়ম গুলো স্টেপ বাই স্টেপ জেনে নেই।
- বিকাশে নতুন একাউন্ট খুলে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত কমিশন পেতে এই লিংকে ক্লিক করে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন https://bka.sh/next?c=signup&uuid=C1B1J6RP1 এরপর আপনাদের ফোনে ইন্সটল করুন।
- বিকাশ অ্যাপ ওপেন করে লগইন/রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন এরপর আপনাদের মোবাইল নম্বর টি বসিয়ে দিন।
- এসএমএস ভেরিফিকেশন কোড দিন, আপনি যে মোবাইল নম্বরটি বসিয়ে দিয়েছেন সেই মোবাইল নম্বরটিতে ছয়টি সংখ্যার একটি ওটিপি আসবে সেই ওটিপিটি বসিয়ে দিন।
- শর্তাবলীতে সম্মত দিন, বিকাশ একাউন্ট খুলতে গেলে ওদের কিছু নিয়ম মেনে চলতে হয়, তাই সেগুলো ভালোভাবে পরে (Agree) বাটনে ক্লিক করুন।
- আপনার NID কার্ডের ছবি তুলুন, আপনার জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট কার্ডের সামনের ও পেছনের অংশের ভালোভাবে ছবি তুলুন।
- ফেস ভেরিফিকেশন করুন, আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে ফেস স্ক্যান করুন, (যার NID কার্ডের ছবি নিয়েছেন তার ফেস স্ক্যান করবেন)
- তথ্য যাচাই ও জমা দিন, সব তথ্য গুলো সঠিকভাবে দিয়েছেন কিনা সেগুলো যাচাই করে ফরমটি সাবমিট করুন।
- আপনার একাউন্ট সচল হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। কিছু কিছু ক্ষেত্রে ৭২ ঘন্টা পর্যন্ত লাগতে পারে।
চলুন এবার আমরা জেনে নেই বিকাশ দিয়ে টাকা ইনকাম করার কার্যকর টি উপায় সম্পর্কে।
বিকাশ দিয়ে টাকা ইনকাম করার কার্যকর ৫টি উপায়

বিকাশ অ্যাপ দিয়ে টাকা ইনকাম করার ৫টি বৈধ ও সহজ কার্যকর উপায় হলো:
- রেফার করে টাকা ইনকাম।
- বিকাশ ক্যাশব্যাক অফার।
- বিকাশ পেমেন্ট গেটওয়ে।
- পেওনিয়ার বিকাশ / ফ্রিল্যান্সিং ইনকাম।
- বিল পেমেন্ট কমিশন।
চলুন এবার জেনে নিই এই এই সহজ কার্যকর ৫টি উপায় কিভাবে কাজে লাগালে বিকাশ অ্যাপ থেকে টাকা ইনকাম করা যাবে।
১.রেফার করে টাকা ইনকাম (Refer & Earn)
বিকাশ মাঝে মাঝে কিছুদিনের জন্য রেফারেল অফার চালু করে রাখে। আপনি আপনার বিকাশ অ্যাপ থেকে আপনার কোন বন্ধুকে ইনভাইট করলে এবং সে নির্দিষ্ট কোন কাজ করলে।
যেমন: অ্যাকাউন্ট খোলা, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ ইত্যাদি করলে আপনিও সেই অনুযায়ী উভয়েই নির্দিষ্ট পরিমাণ টাকা (যেমন ৫০–১০০ টাকা) পেতে পারেন। এটি বিকাশ অ্যাপে (Campaign) বা (Refer a Friend) অপশনে গিয়ে দেখা যায়।
২.বিকাশ ক্যাশব্যাক অফার
আপনি আপনার বিকাশ অ্যাপ দিয়ে বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, অনলাইন শপিং, কিংবা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করলে মাঝে মাঝে ৫–২০% ক্যাশব্যাক পেতে পারেন। যদিও এটি সরাসরি ইনকামের মতো না, তবুও আপনাদের খরচ কমে যায়, ফলে আপনাদের অনেক টাকা সেভ হয়।
৩.বিকাশ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পণ্য/সেবা বিক্রি
যদি আপনাদের ছোটখাটো কোনো অনলাইন ব্যবসা থাকে (ফেসবুক পেইজ, ই-কমার্স), আপনার বিকাশ পেমেন্ট লিঙ্ক বা কিউআর কোড ব্যবহার করে কাস্টমারদের কাছ থেকে টাকা নিতে পারেন। বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে এটি করা যায়।
৪.পেওনিয়ার বিকাশ / ফ্রিল্যান্সিং ইনকাম
আপনারা যদি অনলাইনে কাজ করেন যেমন: Fiverr, Upwork ইত্যাদিতে তাহলে Payoneer-এর মাধ্যমে বিকাশে টাকা তুলতে পারেন। বিকাশ অ্যাপে (Payoneer) নামে একটি সেকশন আছে, যেখানে আপনি লিঙ্ক করতে পারেন।
৫.বিল পেমেন্ট করে কমিশন (Agent / Distributor)
যদি আপনি একজন এজেন্ট হন বা পরিবার/পাড়ার লোকদের জন্য নিয়মিত বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল ইত্যাদি পরিশোধ করেন, তাহলে বিকাশ কিছু কমিশন অফার করে।
বিকাশ অ্যাপ থেকে ইনকাম করার উপায়: FAQ’S
সরকারি ইনকামের মতো বিকাশ অ্যাপ থেকে টাকা ইনকাম করা সম্ভব নয়। আপনারা যদি বিকাশ অ্যাপ থেকে টাকা ইনকাম করার কথা ভেবে থাকেন। তাহলে আপনারা ক্যাশব্যাক এবং কমিশন এর উপর নির্ভর করে বিকাশ অ্যাপ থেকে কিছু টাকা ইনকাম করতে পারেন।
বিকাশ অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম হলো। আপনার স্মার্টফোনের বিকাশ অ্যাপ ওপেন করুন। এরপর হোম স্ক্রিন থেকে (Pay Bill) অথবা (বিল পরিশোধ) অপশনটি সিলেক্ট করুন। এরপর আপনাদের স্ক্রিনে বিদ্যুৎ কোম্পানি গুলোর নাম আসবে আপনি যে কোম্পানির সেবা ব্যবহার করেন, সেই কোম্পানিটি সিলেক্ট করুন। এরপর আপনার বিলের কাগজ থেকে (consumer number/customer ID/account number) টাইপ করুন। এরপর আপনি কোন মাসের বিল পরিশোধ করতে চান সেই মাস সিলেক্ট করুন। এরপর আপনি আপনার বিলের পরিমাণ চেক করুন। সবকিছু ঠিক থাকলে আপনার বিকাশ পিন দিয়ে পেমেন্ট নিশ্চিত করুন। বিল পরিশোধ হলে আপনি একটি রশিদ পাবেন, চাইলে সেটি প্রমাণ স্বরূপ স্ক্রিনশট এবং বিকাশ অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারেন।
কোন কারনে আপনাদের যদি বিকাশ পিন ভুলে যান তাহলে চিন্তার কোন কারণ নেই। আপনি অনেক সহজেই একটি নতুন পিন সেট করতে পারবেন। বিকাশ পিন ভুলে গেলে প্রথমত আপনাদেরকে বিকাশ অ্যাপ ওপেন করে (forget pin) অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার বিকাশ নাম্বার এবং প্রয়োজনীয় তথ্য দিন। এরপর OTP আপনার ফোনে পাঠানো হবে সেটি দিয়ে ভেরিফিকেশন করুন। এরপর আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী কিছু তথ্য দিতে হবে যেমন: NID number বা জন্ম তারিখ। এরপর কিছু ক্ষেত্রে বিকাশ সিকিউরিটি টিম আপনাদেরকে কিছু প্রশ্ন করতে পারে যেমন: শেষ ৩ মাসে কতটাকা লেনদেন করেছেন এগুলো। আপনি যদি এই তথ্যগুলো সঠিকভাবে বিকাশ সিকিউরিটি টিমকে দিতে পারেন তাহলে তারা আপনার বিকাশ পিনটি রিসেট করতে বাধ্য হবে। এবং আপনাদেরকে বলবে আপনি বিকাশ অ্যাপ ওপেন করে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে ভেরিফিকেশন করে নিতে পারেন।
বিকাশ হেল্পলাইন নাম্বার: 16247 যেকোনো মোবাইল অপারেটর দিয়ে কল করতে পারেন। বিকল্প নাম্বার: 02-55663001 যে কোন ফোন থেকে কল করতে পারেন। এই নাম্বার গুলোতে কল করতে গেলে অবশ্যই আপনাদের সিম থেকে চার্জ কেটে নেওয়া হবে।
আমাদের শেষ কথা
বিকাশ অ্যাপ থেকে টাকা ইনকাম করার এই সহজ সুযোগগুলো যদি ঠিকভাবে কাজে লাগাতে পারেন। তাহলে ছোট ছোট ধাপগুলো থেকেই অনেক বড় পরিবর্তন আনা সম্ভব হবে।
আমরা আজকের এই আর্টিকেলে যে সব কার্যকর উপায় সম্পর্কে আলোচনা করেছি সেগুলো নিয়মিতভাবে চালিয়ে গেলে একদিকে নিজের আর্থিক সক্ষমতা বাড়ানো যাবে।
তেমন অন্যদিকে আপনার ডিজিটাল লেনদেনে অনেক বেশি আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে। বিকাশ অ্যাপ কে শুধু টাকা আদান প্রদান করার জন্য নয় বরং নিজের আয়ের নতুন একটি মাধ্যম হিসেবে ব্যবহার করুন।
আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর্টিকেলটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন। যাতে আপনার মত অন্যরাও বিকাশ অ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারে। আর আজকের আর্টিকেল টিতে জড়িত আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।
আরো পড়ুন