বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো ছবি দিয়ে ভিডিও তৈরি করার সেরা apps গুলো কি কি?
এমনিতে Google Play Store এ ফটো দিয়ে ভিডিও বানানোর জন্য প্রচুর অ্যাপস রয়েছে, যেগুলো দিয়ে আমরা সহজেই ভিডিও এডিটিং এর কাজ করতে পারি।
তবে এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের সেরা কিছু ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার এর বিষয়ে জানাবো।
বর্তমানে আমাদের হাতের smartphone দিয়ে অনেক ভালো quality সম্পন্ন ছবি তোলা যায়।
কারণ আমাদের স্মার্টফোনে high quality ক্যামেরা দেওয়া থাকে যার জন্য কোন ভালো মানের ছবি তুলতে আমাদের আলাদাভাবে ক্যামেরার প্রয়োজন হয় না।
আমাদের নিজের তোলা এই সুন্দর সুন্দর ছবিগুলো দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব কিংবা টিকটক একাউন্টে ভিডিও তৈরি করতে আমরা খুবই পছন্দ করে থাকি।
সেই সাথে আমরা ভিডিওটিতে আমাদের পছন্দের কোন গান যুক্ত করে video এর quality আরো ভালো বা উন্নত করতে চাই।
তাই আপনিও যদি অনেক ভালো মানের সুন্দর কতগুলো ছবি তুলেছেন এবং সেগুলো দিয়ে ভালো মানের একটি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে চাইছেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন।
কেননা নিচে আমি জনপ্রিয় কিছু ছবি দিয়ে ভিডিও বানানোর apps গুলো নিয়ে আলোচনা করতে চলেছি।
ছবি দিয়ে ভিডিও তৈরি করার অ্যাপস/সফটওয়্যার – (সেরা ১০টি)
আপনি যদি ফটো দিয়ে ভিডিও বানানোর অ্যাপস গুলো কি কি এ বিষয়ে জানতে চাচ্ছেন, তাহলে নিচে আমি এমন কতগুলো android apps এর বিষয়ে আপনাদের বলতে চলেছি যেগুলোর সাহায্যে খুব সহজেই যেকোনো photo বা image দিয়ে ভিডিও বানাতে পারবেন।
এই ভিডিও এডিটর apps গুলো অনেক সহজেই ব্যবহার করা যায়। যেকেউ চাইলে এই apps গুলোর সাহায্যে অনেক ভালো মানের ভিডিও তৈরি করে ফেলতে পারেন।
এজন্য প্রথমে আপনাকে পছন্দমত যেকোন একটি অ্যাপ download করে install করতে হবে।
আপনার মোবাইল ফোনে কিছু ভালো ভালো ফটো বা ইমেজ থাকতে হবে যেগুলো দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চান।
সেই সাথে আপনার পছন্দের music বা গানও থাকতে হবে।
তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে ছবি দিয়ে ভিডিও তৈরি করা যায়?
এখন নিচে আমি আপনাদের সেরা ৮ টি ভিডিও এডিটিং অ্যাপস গুলোর নাম বলে দিবো এবং সাথে এদের সব fearures গুলো আপনাদের জানিয়ে দিবো।
ছবি/ফটো দিয়ে ভিডিও বানানোর জনপ্রিয় অ্যাপসগুলো
চলুন নিচে এক এক করে সকল photo video maker অ্যাপসগুলোর বিষয়ে ভালোভাবে জেনে নিই।
1. Filmr
খুব সহজে video editing করার জন্য Filmr হলো একটি সেরা app.
এই এপ্লিকেশনটি নতুন video creator দের থেকে শুরু করে যারা অভিজ্ঞ বা advance lavel এর creator তাদের সকলের জন্য এটি parfect.
এটি খুবই সাধারণ একটি app এবং এর ইন্টারফেস খুবই ভালো।
এই app এর অনেকগুলো ভালো ভালো features রয়েছে যা আপনার ভিডিওর quality সুন্দর করতে সাহায্য করে থাকবে।
এর সাহায্যে আপনি ইচ্ছামত ছবি যোগ করে ভিডিও বানাতে পারবেন।
এই এপসটি সকলের কাছে এতটাই জনপ্রিয় যে, প্লে স্টোরে এটি 4.4 রেটিং পেয়েছে এবং ১ মিলিয়ন ইউজারের দ্বারা ডাউনলোড করা হয়েছে।
2. Kinemaster
মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে Kinemaster খুবই ভালো একটি এপ্লিকেশন।
এটি সকলের কাছে অনেক জনপ্রিয়। একটি ভালো quality সম্পন্ন ভিডিও তৈরি করতে যা যা features এর দরকার তার সবটাই এখানে রয়েছে।
এর সাহায্যে আপনি সহজেই ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিওতে বিভিন্ন effects আপনি ব্যবহার করতে পারবেন।
তাছাড়াও kinemaster দিয়ে ফটো দিয়ে ভিডিও বানানোর সময় ফটোতে In animation এবং Out animation এর মাধ্যমে খুব ভালো মানের ভিডিও তৈরি করতে পারবেন।
এছাড়া এর সাহায্যে আপনি অডিও যোগ করতে পারবেন এবং অডিওর এর বিভিন্ন জায়গায় সাউন্ড বাড়াতে বা কমাতে পারবেন।
এই app টির ব্যবহার করা অনেক সহজ।
অনেক youtuber রয়েছেন যারা তাদের ভিডিও এডিটিং এর কাজের জন্য এই এপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন।
প্লে স্টোরে Kinemaster এপ্লিকেশনটি 4.4 রেটিং পেয়েছে।
3. VivaVideo
VivaVideo এমন একটি এন্ড্রয়েড app যার দ্বারা আপনি বিভিন্ন পিকচার দিয়ে সহজে ভিডিও তৈরি করতে পারবেন এবং ভিডিওতে পছন্দমত music সেট করতে পারবেন।
তাছাড়া এর দ্বারা ভিডিও বানানোর জন্য আপনি বিভিন্ন video clip যুক্ত করতে পারবেন।
এখানে বিভিন্ন transitions এবং effects রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনার ভিডিওতে প্রফেশনাল look চলে আসবে।
প্লে স্টোরে এই এপ্লিকেশনটির রেটিং 4.6
4. Filmora
আমার দেখা android video editing apps গুলোর মধ্যে filmorago সেরা এবং powerful একটি এপ্লিকেশন।
এখানে কেবল সাধারণ ভিডিও এডিটিং নয়, প্রফেশনাল ভিডিও এডিটিং এর জন্য সব ধরনের features বা function গুলো এই app টিতে রয়েছে।
আমি নিজেও এই এপটি মাঝে মাঝে ভিডিও এডিটিং এর কাজে ব্যবহার করে থাকি।
আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনি যদি নতুন video creator হয়ে থাকেন তাহলে আপনি filmorago ব্যবহার করতে পারেন এবং এটি আপনাকে সহজে ভিডিও এডিট করতে অনেক সাহায্য করে থাকবে।
এটি দিয়ে কিছু পিকচার বা ছবি দিয়ে খুব সহজেই একটি ভিডিও বানিয়ে ফেলা সম্ভব এবং আপনি বিভিন্ন ভিডিও ক্লিপ যুক্ত করতে পারবেন। ভিডিও কাট করতে পারবেন এবং ভিডিওতে সাবটাইটেল এবং বিভিন্ন ইফেক্ট সহজেই যোগ করতে পারবেন।
গুগল প্লে স্টোরে Filmora video editor অ্যাপটির রেটিং 4.6
5. VideoShow
এটি একটি সেরা এবং জনপ্রিয় video editor এবং movie maker এন্ড্রয়েড এপ্লিকেশন। এখানে অনেক উন্নত ভিডিও এডিটিং ফিচারস গুলো রয়েছে যার দ্বারা সহজেই একটি HD ভিডিও তৈরি করা যাবে।
এটি beginners দের জন্য একটি easy ভিডিও বানানোর অ্যাপস।
এই অ্যাপে রয়েছে video cutter, trim, split, collage clips, blur, edit, duplicate এই সকল smart ফিচার রয়েছে। এর সাহায্যে আপনি ভিডিওতে subtitles যুক্ত করতে পারবেন।
এই ০ মাধ্যমে আপনি তৈরি করা ভিডিওকে HD ফরম্যাটে export করতে পারবেন।
উন্নত ফিচারগুলোর সাহায্যে ভিডিও এডিটিং করতে পারবেন।
যেকোন উৎসব অনুষ্ঠানে তোলা ছবিগুলোকে ব্যবহার করে সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন।
প্লে স্টোরে এর rating 4.6
6. Slideshow Maker
Slideshow Maker অসাধারণ একটি এন্ড্রয়েড এপ্লিকেশন। এর সাহায্যে আপনার মোবাইলে থাকা ছবিগুলো দিয়ে সহজেই slideshow ভিডিও বানিয়ে নিতে পারবেন।
এটি দিয়ে ভিডিও তৈরি করার সময় আপনার পছন্দমত মিউজিক অবশ্যই যোগ করতে পারবেন।
ফলে ভিডিও background এ মিউজিকটি বাজতে থাকবে।
তাছাড়া এখানে আরো অনেক extra features রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনার ভিডিও অনেক আকর্ষণীয় হয়ে উঠবে।
>> Download Slideshow Maker App
7. Fotoplay – Video Maker & Photo Slideshow
এর নাম দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে এপ্লিকেশন টি কেমন হবে।
এটি আমাদের খুব সহজেই ছবি দিয়ে ভিডিও বানানোর সুবিধা দিয়ে থাকে।
এছাড়াও ভিডিওতে মিউজিক যোগ করে আরো বিভিন্নভাবে সেগুলোকে এডিট করতে পারবেন।
এখানে blur tool রয়েছে যার দ্বারা ভিডিওতে যুক্ত করা ফটোগুলোর background কে blur করে নেওয়া যাবে। এছাড়া ফটোগুলোতে বিভিন্ন effects, stickers এবং emoji যোগ করে নেওয়ার মাধ্যমে slideshow ভিডিওকে অনেক সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন।
আপনার তৈরি করা ভিডিও ফেসবুক, টিকটকে শেয়ার করতে পারবেন।
>> Download Fotoplay – Video Maker & Slideshow App
8. Music Video Maker: Slideshow
আপনি যদি নিজের পছন্দের ছবি ও গান ব্যবহার করে নিজের মত করে একটি ভিডিও বানাতে চাইছেন তাহলে Music Video Maker: Slideshow নামে এই ০ সাহায্যে আপনি সহজেই এই কাজটি করতে পারবেন।
কেননা একটি photo slideshow video বানানোর জন্য এখানে দারুন সব ফিচারস রয়েছে।
এখানে আপনি মোবাইলের গ্যালারি থেকে যেকোন ছবি সিলেক্ট করে নিতে পারবেন।
তৈরি করা ভিডিওতে যেকোন music যুক্ত করতে পারবেন।
এছাড়া triming, cutting এর মতো ফিচারস গুলো তো অবশ্যই রয়েছে।
এককথায় বলতে গেলে আপনার মোবাইলে থাকা ছবিগুলোকে ভিডিওতে রূপান্তর করার ক্ষেত্রে এই অ্যাপটি অনেক কাজের।
>> Download Music Video Maker: Slideshow App
Personal Tip: ছবি দিয়ে ভিডিও তৈরি করার সেরা অ্যাপ Kinemaster
বন্ধুরা, উপরে আমি যে টি অ্যাপস এর বিষয়ে আমি আপনাদের বলেছি এগুলোর সবগুলোই ফটো দিয়ে ভিডিও তৈরি করার ক্ষেত্রে ভালো এবং খুবই জনপ্রিয়।
কিন্তু আমি আমার experience অনুযায়ী বলতে চাই যে, ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য kinemaster হলো দুর্দান্ত একটি অ্যাপ।
কেননা আমার যদি কোন সময়ে ভিডিও এডিটিং এর প্রয়োজন হয় তাহলে আমি kinemaster ব্যবহার করে থাকি।
তাছাড়া কেবল ফটো দিয়ে slideshow ভিডিও বানানোই নয়, আপনি যেকোন একটি smart ভিডিও এই অ্যাপের সাহায্যে সহজেই বানাতে পারবেন।
এর ব্যবহার অনেক simple. কিছু সময় ব্যবহার করলেই সবকিছু বুঝে যেতে পারবেন।
এককথায় মোবাইলে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমার হিসেবে এটি একটি সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ।
এটি এতটাই জনপ্রিয় যে, বহু সংখ্যক ইউটিউবাররা তাদের ভিডিও এডিটিং এর জন্য এটি ব্যবহার করে থাকেন।
আর এর ব্যবহার যদি আপনি ভালোভাবে শিখতে চান তাহলে YouTube এ সার্চ করলে অনেক kinemaster bangla tutorial আপনি পেয়ে যাবেন।
সর্বশেষ
বন্ধুরা আজকের আর্টিকেলে আমি ফটো দিয়ে স্লাইডশো ভিডিও বানানোর যে জনপ্রিয় এবং সেরা অ্যাপস গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের বলে দিয়েছি।
আপনি যদি টিকটিক থেকে টাকা ইনকাম করার উদ্দেশ্যে টিকটকে ভিডিও আপলোড করার জন্য ভালো ভিডিও এডিটিং এন্ড্রয়েড অ্যাপস খুঁজছেন, তাহলে এই আর্টিকেলটি আপনার কাজে আসবে।
কারণ এই অ্যাপগুলো দিয়ে ভিডিও তৈরি করলে সহজেই আপনার টিকটিক অথবা ইউটিউব ভিডিও ভাইরাল করতে পারবেন।
আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।
যদি আপনার জানা আরো কোন ভালো ফটো দিয়ে ভিডিও বানানোর অ্যাপস থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর এখান থেকে যেকোন অ্যাপস আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
রিলেটেড আর্টিকেল:
Nice 👍👍👍
Nice vai