নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম জেনে নিন (আপডেট ২০২৫)

হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আসা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন।

আপনারা কি নতুন স্মার্টফোন কেনার পর অথবা অনলাইন জগতে কোনো কাজের জন্য একটি নতুন জিমেইল একাউন্ট খোলার কথা ভাবছেন।

আজকে মূলত সে বিষয় টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে যে কিভাবে আপনারা সম্পূর্ণ সঠিক নিয়মে একটি নতুন জিমেইল একাউন্ট খুলতে পারবেন।

আপনারা যদি ভালোভাবে জানতে চান যে সম্পূর্ণ সঠিক নিয়মে একটি নতুন জিমেইল একাউন্ট কিভাবে খুলতে হয়।

তাহলে আজকের এই আর্টিকেল টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে। আশা করছি এই আর্টিকেল টি পরার মাধ্যমে সম্পূর্ণ সঠিক নিয়মে নতুন জিমেইল একাউন্ট খোলার পদ্ধতি গুলো ভালো ভাবে বুঝতে পারবেন।

আপনি যদি নতুন স্মার্টফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে জিমেইল একাউন্টের বিষয়ে কিছু তথ্য যাচাই করে একটি নতুন জিমেইল একাউন্ট খুলতে হবে।

একটি নতুন জিমেইল একাউন্ট খোলার জন্য আপনাদের কে প্রথমে জানতে হবে জিমেইল একাউন্ট কি এ বিষয়ে।

চলুন আর অপেক্ষা না করে জেনে নেওয়া যাক জিমেইল একাউন্ট কি?

জিমেইল একাউন্ট কি?

জিমেইল হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন দ্বারা প্রদত্ত একটি ইমেইল পরিষেবা। এটি ২০১৯ সালে ১.৫ বিলিয়ন ব্যবহার কারির কাছ থেকে জনপ্রিয়তা লাভ করেছেন।

আর বর্তমানে এই জিমেইল একাউন্ট ব্যবহার এর চাহিদা যে কত বেশি সেটা আপনার আমার ভাবনারও বাহিরে হবে।

বর্তমানে এটি একমাত্র পুরো বিশ্বের মধ্যে বৃহত্তম একটি ইমেইল পরিষেবা। এটি আপনারা ওয়েব ব্রাউজার এর মাধ্যমে ও ব্যবহার করতে পারবেন।

এবং আপনারা বিভিন্ন ধরনের কোম্পানিগুলোর অফিসিয়াল স্মার্টফোনের মধ্যে এই জিমেইল অ্যাপ্লিকেশনটি ডিফল্ট ভাবে পেয়ে যাবেন।

যদি আপনার হাতে থাকা স্মার্টফোন টি আনঅফিসিয়াল হয়ে থাকে তাহলে আপনারা Google play store থেকে এই অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড করার জন্য আপনাকে Google play store ওপেন করে সার্চ বারে জিমেইল লিখে সার্চ করে ইন্সটল বাটনে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

ডাউনলোড শেষ হওয়ার পর সেখানে আপনি open অপশন দেখতে পারবেন। আপনাকে সেই open অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি open করতে হবে।

Open করার পর প্রথমত আপনাদেরকে সঠিক নিয়মে একটি নতুন জিমেইল একাউন্ট খুলতে হবে।

আপনারা যদি কেউ ২০২৫ সালে এসে ফ্রি টাকা ইনকাম করতে চান তাহলে আপনারা আমাদের এই আর্টিকেলটি দেখতে পারেন।

সম্পূর্ণ সঠিক নিয়মে একটি নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম গুলো বিস্তারিত জেনে নেওয়া যাক।

নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম

জিমেইল একাউন্ট খোলার নিয়ম

সম্পূর্ণ সঠিক নিয়মে একটি নতুন জিমেইল একাউন্ট খোলার জন্য প্রথমত আপনাদের কে আপনাদের স্মার্টফোনের Gmail অ্যাপ্লিকেশনে যেতে হবে।

যাওয়ার পর আপনারা দেখতে পারবেন Add an email address নামক একটি অপশন আপনাদের কে সেই অপশনে ক্লিক করতে হবে।

ক্লিক করার পর আপনাদের সামনে অনেক গুলো অপশন চলে আসবে সেখানে আপনারা দেখতে পারবেন যেমন:

1.Google 2.Outlook Hotmail and live 3.Yahoo 4.Exchange and office 365 5.Other

আপনারা যেহেতু জিমেইল একাউন্ট খুলবেন সেজন্য আপনাদেরকে এখান থেকে Google অপশনটি সিলেক্ট করতে হবে।

সিলেক্ট করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে সেখানে দুটি অপশন দেওয়া থাকবে 1.Email or phone 2.Create account.

একটি নতুন জিমেইল একাউন্ট খোলার জন্য আপনাদের কে Create account অপশন টিতে ক্লিক করতে হবে।

ক্লিক করার পর আপনাদের সামনে তিন টি অপশন চলে আসবে 1.For my personal use 2.For my child 3.For work or business.

আপনাদের জিমেইল একাউন্ট টি যে কাজের জন্য তৈরি করবেন আপনাদের কে এখান থেকে সেই অপশন টি সিলেক্ট করতে হবে।

যদি আপনারা পার্সোনাল ইউজ করার জন্য জিমেইল একাউন্ট তৈরি করতে চান তাহলে আপনাদের কে for my personal use অপশন টিতে ক্লিক করতে হবে।

এরপর আপনাদের সামনে দুই টি অপশন চলে আসবে  1. Fast name 2. Surname এখানে আপনাদের সঠিক নামটি টাইপ করে নিচে next অপশনে ক্লিক করতে হবে।

ক্লিক করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে সেখানে আপনাদের জন্ম তারিখ (Day month or year) দিয়ে দিতে হবে।

দেওয়ার পর আপনারা একটু নিচে Gander নামক একটি অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক দিয়ে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন।

1. Female. 2. Male এই দুইটি অপশন থেকে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনাদেরকে Male সিলেক্ট করতে হবে। 

আর যদি আপনারা মেয়ে হয়ে থাকেন তাহলে আপনাদের কে Female অপশন টি সিলেক্ট করে নিচে থাকা Next অপশনে ক্লিক করতে হবে।

ক্লিক করার পর আপনার সামনে একটি অপশন চলে আসবে সেখানে আপনাদের জিমেইলের username দিয়ে Next অপশনে ক্লিক করতে হবে।

জিমেইল একাউন্ট খোলার সঠিক নিয়ম

ক্লিক করার পর আপনাদের সামনে এক টি অপশন চলে আসবে সেখানে আপনাদের কে আপনাদের জিমেইল একাউন্টের পার্সোনাল password দিতে হবে।

জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড দেওয়ার জন্য অবশ্যই আপনাদের কে কিছু capital letter small letter আর কিছু special key দিয়ে এক টি ৮ ডিজিটের পাসওয়ার্ড তৈরি করতে হবে।

দেওয়ার পর বিষয় ক্লিক করে দিবেন এরপর আপনার সামনে এক টি অপশন চলে আসবে সেখানে আপনাদের এক টি বাংলাদেশী ফোন নাম্বার দিতে হবে।

ফোন নাম্বার দেওয়ার কারণ হলো আপনার জিমেইল একাউন্ট টি ভেরিফাইড একটি জিমেইল একাউন্টে পরিণত হবে।

মোবাইল নাম্বার দিয়ে নিচে next অপশন এ ক্লিক করে দিবেন। এরপর আপনাদের কে দেখানো হবে যে আপনারা কোন নাম অথবা ইউজার নেম দিয়ে জিমেইল একাউন্ট টি তৈরি করেছেন।

সেখানে আপনারা ভালো করে চেক করে নিবেন যেন কোন ভুল না হয়ে থাকে এরপর আপনাদের কে নিচে next অপশন এ ক্লিক করতে হবে।

ক্লিক করার পর জিমেইল থেকে এক টি নোটিশ দেওয়া থাকবে সেটি চাইলে আপনারা ভালো করে পরে দিতে পারবেন।

এরপর আপনারা নিচে I agree নামক এক টি অপশন দেখতে পারবেন সেখানে আপনারা ক্লিক করে দিবেন।

ক্লিক করার পর আপনাদের সামনে এক টি ইন্টারফেস শো করবে আপনারা একটু নিচে accept নামক এক টি অপশন দেখতে পারবেন সেই অপশন এ ক্লিক করে দিবেন।

ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন আপনাদের জিমেইল একাউন্ট টি।

এরপর আপনাদের সেই জিমেইল একাউন্টের উপরে এক টি ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনাদের স্মার্টফোনে সেই gmail অ্যাকাউন্ট টি লগইন হয়ে যাবে।

বন্ধুরা আশা করছি আপনারা সঠিক নিয়মে এক টি জিমেইল একাউন্ট খুলতে পেরে গেছেন কিন্তু এখন কিভাবে অন্য জনকে ইমেইল পাঠাবেন?

তার জন্য আপনাদের কে প্রথমত শিখতে হবে যে সঠিক নিয়মে কিভাবে অন্য জনকে ইমেইল পাঠানো যায়।

ইমেইল পাঠানোর সঠিক নিয়ম জেনে নিন

Email address

আপনাদের হয়তো অনেক সময় অনেক জনকে ইমেইলের মাধ্যমে কিছু ইনফরমেশন পাঠানো লাগে কিন্তু আপনারা জানেন না যে কিভাবে সঠিক নিয়মে ইমেইল পাঠাবেন।

সঠিক নিয়মে ইমেইল পাঠানোর জন্য আপনাদেরকে প্রথমত আপনাদের মোবাইল ফোনে থাকা gmail অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে।

জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা একটু নিচে দেখতে পারবেন কলাম আইকন দিয়ে একটি Compose নামক একটি অপশন।

আপনাদেরকে সেই compose নামক অপশনটিতে একটি ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে।

সেখানে আপনারা দেখতে পারবেন From নামক একটি অপশন ওখানে আপনারা কোন জিমেইল একাউন্টের মাধ্যমে ইমেইলটি পাঠাবেন ওই জিমেইলটি দিয়ে দিবেন।

এরপর আপনারা দেখতে পারবেন To নামক একটি অপশন রয়েছে আপনি যাকে ইমেইলটি পাঠাতে চাচ্ছেন তার ইমেইলটি এখানে টাইপ করে দিবেন।

এরপর আপনারা দেখতে পারবেন subject নামক একটি অপশন সেখানে আপনাদেরকে দিতে হবে যে আপনি কোন বিষয়ে ইমেইলটি পাঠাবেন সে বিষয়টি।

এর নিচে আপনারা একটি compose email নামক একটি অপশন পেয়ে যাবেন সেখানে আপনাদেরকে আপনাদের ইমেইল এর বিস্তারিত লিখতে হবে।

ইমেইল পাঠানোর সঠিক নিয়ম

আপনাদের ইমেইল লেখা শেষ হয়ে গেলে আপনারা স্ক্রিনের উপরে তীর চিহ্নের মত একটি অপশন দেখতে পারবেন সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে।

ক্লিক করে দিলেই ইমেইলটি পাঠানোর সময় sending নামক একটি লেখা আসবে আর যদি পাঠানো হয়ে যায় তাহলে send নামক একটি লেখা আসবে।

যখনই send নামক লেখাটি চলে আসবে তখনই আপনারা বুঝে নিবেন ইমেইলটি পৌঁছে গিয়েছে।

বন্ধুরা আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে সঠিক নিয়মে ইমেইল কিভাবে পাঠাতে হয়।

আর আপনারা যদি কেউ জিমেইল একাউন্ট লগ আউট করতে না পারেন তাহলে আশা করছি আমাদের এই আর্টিকেলটি দেখলে অনেক উপকৃত হবেন।

নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম জেনে নিন FAQs

১.নতুন জিমেইল একাউন্ট খোলার জন্য কোনো অর্থ প্রদান করা লাগবে কি            নতুন জিমেইল একাউন্ট খোলার জন্য আপনাদেরকে কোন ধরনের অর্থ প্রদান করা লাগবে না। জিমেইল হলো গুগল দ্বারা প্রদত্ত একটি ওয়েবমেইল পরিষেবা। এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

২.ইমেইল পাঠানোর জন্য কোন অর্থ প্রদান করা লাগবে কি                                         ইমেইল পাঠানোর জন্য আপনাদেরকে কোন অর্থ প্রদান করার প্রয়োজন হবে না। জিমেইল হল গুগল দ্বারা একটি ফ্রি ওয়েবমেইল পরিষেবা। এটি তে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইমেইল পাঠাতে পারবেন।

FAQ’s

৩.ইমেইলের মাধ্যমে কি আমরা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করতে পারব                      ইমেইলের মাধ্যমে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করতে পারবেন। গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষিত রাখার জন্য সরাসরি গুগল সাপোর্ট টিম আপনাদেরকে সাহায্য করবেন।

৪.ইমেইলের মাধ্যমে কি ছবি আদান-প্রদান করা যায়                                                            ইমেইলের মাধ্যমে আপনারা ছবি আদান-প্রদান সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্যও আদান প্রদান করতে পারবেন।

এর জন্য আপনারা সুনিশ্চিত থাকতে পারেন, আপনাদের গুরুত্ব পূর্ণ তথ্য সুরক্ষিত রাখার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনের।

৫.ইমেইল কি ফ্রি ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে ও পাঠানো যাবে                                    ফ্রি ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে আপনারা ইমেইল পাঠাতে পারবেন না। এর জন্য আপনাদেরকে মোবাইল ডাটা অথবা ওয়াইফাই কানেকশন দিয়ে ইমেইল পাঠাতে হবে।

আমাদের শেষ কথা

আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে কিভাবে নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম এগুলো অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন।

তবুও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা আবারো এই আর্টিকেলটি মনোযোগ সহকারে দেখতে পারেন।

এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন।

যাতে করে আপনার মত অন্যরাও সম্পূর্ণ সঠিক নিয়মে জিমেইল একাউন্ট খোলার এবং ইমেইল পাঠানোর নিয়ম গুলো ভালোভাবে বুঝতে পারে।

আর যদি এই আর্টিকেলে জড়িত আপনাদের কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।

আরো পড়ুন:

Leave a Comment