টিকটক কত ভিউতে কত টাকা দেয়

আমরা অনেকেই tiktok অ্যাকাউন্ট ব্যবহার করি টিক টক ভিডিও দেখার জন্য

আবার অনেকেই tiktok এ ভিডিও আপলোড করে থাকি এবং আমরা জানতে চাই যে টিকটক থেকে কিভাবে টাকা আয় করা যায়।

তো বন্ধুরা টিকটক থেকে অনেক ভাবে টাকা আয় করা যায় বা আমরা এই বিষয় নিয়ে আজকে এই আর্টিকেলে আলোচনা করব আর টিকটক কত ভিউতে কত টাকা দেয় এ বিষয়ে ও আলোচনা করব।

টিকটক থেকে কি কিভাবে টাকা আয় করা যায় এবং tiktok কত ভিউতে কত টাকা দেয় এটা যদি আপনি জানতে চান তাহলে আবার আর্টিকেলটি না টেনে ভালো করে পড়ুন।

টিকটক থেকে টাকা আয় করার জন্য জনপ্রিয় উপায় একটি হলো টিকটক মনিটাইজ আর টিক টক মনিটাইজ এর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন।

কিন্তু tiktok মনিটাইজ নিতে হলে টিক টক এর কিছু শর্ত রয়েছে আপনাকে শর্তগুলো পূরণ করতে হবে।

যেমন ইউটিউব মনিটাইজ পাওয়ার জন্য এক হাজার সাবস্ক্রাইব এবং ৪০০০ ওয়াচ টাইম লাগে সেরকম টিকটক এর কিছু শর্ত রয়েছে সেগুলো পূরণ করতে হয়।

টিকটক মনিটাইজ পাওয়ার শর্ত

  • আপনার tiktok অ্যাকাউন্টে ১০ হাজার প্লাস ফলোয়ার থাকতে হবে।
  • এবং গত ৩০ দিনে ১ লক্ষ প্লাস ভিউ থাকতে হবে।
  • এবং আপনার বয়স ১৮ র বেশি হতে হবে।

অর্থাৎ আপনার tiktok একাউন্টে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে যেমন ধরুন আপনার কনটেন্ট কোয়ালিটি ভালো করতে হবে।

এবং আপনাকে নিয়মিত আপনার টিক টক অ্যাকাউন্টটে ভিডিও আপলোড করতে হবে।

আর আপনার টিক টক অ্যাকাউন্টটি যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন আর আপনার ভিডিওটি যদি ভাল কোয়ালিটির হয় তাহলে মানুষ তাড়াতাড়ি পছন্দ করবে এবং আপনার ভিডিওটি ভাইরাল হবে।

আর আপনার ফলোয়ার তাড়াতাড়ি বাড়বে এবং আপনি আপনার টিকটক একাউন্ট থেকে টাকা ইনকাম করতে পারবেন মনিটাইজ এর মাধ্যমে।

টিকটক মনিটাইজ বাদেও টিক টক থেকে অনেক উপরে টাকা আয় করা যায় এ বিষয়ে নিয়ে আমরা আর্টিকেলের শেষে আলোচনা করব।

তো আমরা এখন আলোচনা করব টিক টক কত ভিউতে কত টাকা দেয় তো এই প্রশ্নটি আমাদের অনেকের মনে রয়েছে তাই চলুন এটি জেনে নেওয়া যাক।

টিকটক কত ভিউতে কত টাকা দেয়

টিকটক কত ভিউতে কত টাকা দেয় এটা অনেকেই আমরা জানতে চাই। আর আপনি যদি জানতে চান তাহলে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

তো tiktok আমাদের ১,০০০ ভিউতে 0.02 সেন্ট থেকে 0.04 সেন্ট দিয়ে থাকে।

কিন্তু বন্ধুরা এটি আপনার কনটেন্ট এর ওপর নির্ভর করে যেমন কিছু কিছু কনটেন্ট থেকে অল্প ভিউতে অনেক টাকা ইনকাম হয় যেমন যারা ব্যবসা বা অনলাইন ইনকাম নিয়ে ভিডিও আপলোড করে।

তাদের ভিডিওগুলোতে অল্প ভিউতে অনেক টাকা ইনকাম হয়ে থাকে। তাই এর থেকে কম বেশি হতে পারে।

আবার এটি দেশ এর ওপর ও নির্ভর করে যেমন উন্নত দেশ থেকে যদি আপনার ভিডিওটি দেখা হয় তাহলে আপনার টাকা অনেক বেশি ইনকাম হতে পারে যেমন যুক্তরাষ্ট্র।

আর উন্নত দেশ থেকে আপনার ভিডিওটি দেখা হলে আপনার  টাকা বেশি ইনকাম হবে। তাই এর থেকে কম বেশি হতে পারে।

তো বন্ধুরা টিকটক এভাবে আমাদের টাকা দিয়ে থাকে আর আপনি চাইলে এভাবে টাকা ইনকাম করতে পারবেন।

আশা করি আপনি বুঝে গেছেন টিকটক কত ভিউতে কত টাকা দেয়।

তো আমরা এখন আলোচনা করব টিকটক থেকে কি কিভাবে টাকা আয় করা যায়।

চলুন এখন জেনে নেই tiktok থেকে কি কি উপায়ে টাকা ইনকাম করা যায়।

টিকটক থেকে কি কি উপায়ে টাক আয় করা যায়

বর্তমান সময়ে টিকটকে কমবেশি আমরা সকলেই ব্যবহার করি যেমন কেউ টিক টক ভিডিও দেখার জন্য tiktok ব্যবহার করি আবার অনেকেই tiktok ভিডিও তৈরি করে আপলোড করে থাকি।

কিন্তু আপনি শুনে থাকবেন যে টিকটকে ভিডিও আপলোড করে অনেক ভাবে টাকা ইনকাম করা যায়। তো আমরা এই বিষয় নিয়ে আজকে আমাদের এই আর্টিকেল রচনা করব।

আর আপনি যদি টিকটক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় জানতে চান তাহলে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

অ্যাডভারটাইজিং করে আয়

আপনার tiktok একাউন্টে যদি অনেক ফলোয়ার থাকে বা আপনার tiktok ভিডিওতে যদি অনেক পরিমাণ ভিউ হয়। তাহলে আপনি অ্যাডভার্টাইজিং করে টাকা ইনকাম করতে পারবেন।

যখন আপনার ভিডিওতে অনেক ভিউ হবে তখন অনেক ব্র্যান্ড আপনাকে তাদের পণ্য বা প্রোডাক্ট প্রসারের জন্য আপনা সাথে যোগাযোগ করতে পারে।

এবং তাদের প্রচার করার জন্য আপনাকে তারা অর্থ প্রদান করবে। আর এভাবেই আপনি অ্যাডভার্টাইজিং করে টাকা ইনকাম করতে পারবেন।

আর এভাবে অনেক মানুষ টাকা ইনকাম করতেছে আর আপনি চাইলেও করতে পারবেন তবে এর জন্য আপনাকে অনেক সুন্দর কনটেন্ট তৈরি করতে হবে।

কারণ হলো আপনার কনটেন্টের যদি ভিউ না আসে। তাহলে কোন কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে না।

তাই কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করুন যাতে আপনার ভিডিওটিতে অনেক ভিউজ হয়।

যখন আপনার ভিডিওগুলোতে অনেক ভিউ আসবে তখন কোম্পানির নজরে আপনার ভিডিওগুলো পড়বে এবং তারা আপনাদের সাথে যোগাযোগ করবে।

এবং তাদের পণ্য বা প্রোডাক্ট প্রচার করার জন্য তারা আপনাকে টাকা দিবে। আর আপনি এভাবে টাকা ইনকাম করতে পারবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম

তো বন্ধুরা আপনার tiktok একাউন্টে যদি অনেক ফলোয়ার থাকে তাহলে আপনি টিকটক থেকে অ্যাপেলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন। এভাবে অনেক মানুষ টাকা ইনকাম করতেছে।

আপনার টিকটক একাউন্টটে যদি অনেক ফলোয়ার থাকে বা অনেক পরিমাণ ভিউজ হয় তাহলে আপনি অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করে অনেক টাকা ইনকাম করতে পারবেন।

আপনার ভিডিওতে আপনি অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করতে পারবেন। আর যখন আপনার কোন ফলোয়ার সেই লিংকে ক্লিক করে কোনো পণ্য বা প্রোডাক্ট কিনবে তখন আপনি ওখান থেকে কিছু কমিশন পাবেন।

আর মূলত এভাবে অ্যাফিলিয়েট লিংক থেকে এভাবে টাকা আয় করা যায় আর এটি বর্তমান সময়ে একটি জনপ্রিয় উপায় টিকটক থেকে টাকা ইনকাম করার। 

এভাবে টাকা ইনকাম করার জন্য আপনার অনেক ফলোয়ার থাকতে হবে।

আর যখন আপনার অনেক ফলোয়ার থাকবে তখন অনেকেই অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করে পণ্য কিনবে আর আপনি অনেক টাকা কমিশন পাবেন।

প্রোডাক্ট বিক্রি করে টাকা ইনকাম

আপনার টিকটক অ্যাকাউন্টে যদি অনেক ফলোয়ার থাকে তাহলে আপনি আপনার নিজের প্রোডাক্ট বা অন্যের প্রোডাক্ট সেল করে টাকা ইনকাম করতে পারবেন।

আর এভাবে অনেক মানুষ টাকা ইনকাম করতেছে তারা নিজেরা কোম্পানি খুলে তাদের প্রোডাক্ট তাদের ফলোয়ারদের কাছে বিক্রি করতেছে।

আর আপনিও চাইলে এটি কোম্পানি খুলে আপনার ফলোয়ারদের কাছে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।

আরে এভাবে টাকা ইনকাম করার জন্য আপনাকে টিকটকে পরিচিতি লাভ করতে হবে অর্থাৎ আপনার অনেক ফলোয়ার থাকতে হবে।

আর আপনার যদি কোন কোম্পানি না থাকে তাহলে আপনি অন্য কোম্পানির পণ্য বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন।

বর্তমানে অনেক কোম্পানি রয়েছে। তাদের পণ্য যদি আপনি সেল করে দিতে পারেন তাহলে আপনি সেখান থেকে কিছু কমিশন পাবেন।

আর এইরকম অনেক ওয়েবসাইট রয়েছে আপনি যদি অনলাইনে খুঁজেন তাহলে অনেক ওয়েবসাইট পাবেন।

আর আপনি এভাবে অন্য কোম্পানি বা আপনার নিজের কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।

এভাবে টাকা ইনকাম করার জন্য আপনার টিকটক একাউন্টে অনেক ফলোয়ার থাকতে হবে।

আর আপনি যদি টিকটক এ পরিস্থিতি লাভ করে তাহলে আপনি এভাবে অনেক টাকা ইনকাম করতে পারবেন।

লাইভ স্ট্রিমিং করে টাকা ইনকাম

তো বন্ধুরা টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য একটি জনপ্রিয় উপায় হল লাইভ স্ট্রিমিং করে টাকা ইনকাম।

আর এভাবে অনেক tiktokar আসে যারা মাসে হাজার হাজার টাকা ইনকাম করে। আপনি চাইলে ও পারবেন। আবার অনেকেই আছে ভাবে যে লাইভ স্ট্রিমিং করে কিভাবে টাকা ইনকাম হয়।

লাইভ স্ট্রিমিং করে কিভাবে টাকা ইনকাম হয় আপনি যখন আপনার টিকটক একাউন্টে লাইভ করবেন তখন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আপনি গিফট বা ডোনেশন পেতে পারেন।

এক্ষেত্রে আপনার tiktok account এ অনেক ফলোয়ার থাকতে হবে যত ফলোয়ার হবে তত আপনার লাইভ টি বেশি মানুষ দেখবে আর আপনার এতে টাকা ইনকাম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আর ইন্টারেস্টিং ভিডিও আপনার টিকটক একাউন্ট এ লাইভ করুন। যাতে মানুষ দেখে উপকারিতা হয় বা বিনোদন পায় তাহলে মানুষ আপনার লাইফ স্ট্রিমে আপনাকে ডোনেশন বা গিফট করবে খুশি হয়ে।

এভাবে tiktok লাইভ স্ট্রিমিং করে টাকা ইনকাম করতে পারবেন আপনার tiktok অ্যাকাউন্ট এর মাধ্যমে।

অনলাইন কোর্স বা সেবা দিয়ে টাকা ইনকাম

বর্তমান সময়ে টিক টক থেকে অনেক ভাবে টাকা ইনকাম করা যায় বা টিকটক থেকে টাকা ইনকাম করার অনেক জনপ্রিয় উপায়ে রয়েছে এর মধ্যে অনলাইন কোর্স বা সেবা দিয়ে টাকা ইনকাম এটি একটি।

আপনার যদি কোন বিশেষ জ্ঞান বা দক্ষতা থাকে তাহলে আপনি টিকটক প্লাটফর্মে টিউটোরিয়াল ভিডিও বা কোর্স প্রচার করতে পারবেন।

এবং আপনি সেগুলো আপনার ফলোয়ারদের কাছে বিক্রি করতে পারবেন।

যেমন অনেকেই অনেক জিনিস তৈরি করে এবং সেগুলো তাদের ফলোয়ারদের কাছে বিক্রি করে।

তো আমরা আজকে এই কয়েকটি জনপ্রিয় উপায় আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনি চাইলে এই উপায় গুলোর মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন।

টিকটক কত ভিউতে কত টাকা দেয় FAQ’s

তো আপনারা হয়তো জনে গেছেন যে টিকটক কতো ভিউতে কত টাকা দেয়। আর্টিকেলটি যদি ভালো লাগে তাহলে দেশে কমেন্ট করে জানান আর যদি কোন প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে তাহলে কমেন্ট করে জানান।

Q.টিকটক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়

তো আপনি যদি টিকটক থেকে টাকা ইনকাম করতে চান টিকটক থেকে অনেক ভাবে টাকা ইনকাম করা যায়। আর আমাদের একটি আর্টিকেল রয়েছে এটির মধ্যে সহজ ভাবে বুঝানো হয়েছে কি কিভাবে টিকটক থেকে টাকা ইনকাম করা যায়।

Q.টিকটক 1k কত

আমরা অনেকেই আছি এখনো জানিনা যে ওয়ান কে ভিউ কত ভিউ 1k=1000 ভিউ

Q.টিক টক 1k ভিউতে কত টাকা দেয়

1k ভিউ অর্থাৎ 1000 ভিউ আর টিক টক ১০০০ ভিউতে কত টাকা দেয় এটি নিয়ে আমরা আর্টিকেলের উপরে আলোচনা করছি। তো সংক্ষেপে এখানে আলোচনা করব।

tiktok এক হাজার ভিউতে 0.02থেকে 0.04 সেন্ট দিয়ে থাকে।

আর এটা আপনার আর্টিকেলের ধরন এর উপর ডিপেন্ড করে যেমন অনলাইন ইনকাম বা ব্যবসা নিয়ে যারা ভিডিও আপলোড করে তাদের ভিডিওতে অনেক টাকা ইনকাম হয়। তাই এর থেকে কম বেশি হতে পারে।

এবং আপনার ভিডিওটি যদি উন্নত দেশ থেকে দেখা হয় তাহলে এতে আপনার ভিডিওটিতে অনেক টাকা ইনকাম হবে যেমন যুক্তরাষ্ট্র।

Q.Youtube কত ভিউতে কত টাকা দেয়

আমরা অনেকেই আছি যে জানতে চাই ইউটিউব কত ভিউতে কত টাকা দেয় তো আপনি যদি জানতে চান তাহলে আমার একটি আর্টিকেল রয়েছে আপনি চাইলে এটি দেখে আসতে পারেন।

আর এই আর্টিকেলটি যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে Youtube কত ভিউতে কত টাকা দেয় বা দিয়ে থাকে।

Q.ফেসবুক কত ভিউতে কত টাকা দেয়

facebook কত ভিউতে কত টাকা দেয় এইরকম প্রশ্ন আমাদের অনেকেরই থাকে আপনি যদি জানতে চান তাহলে আমার এই আর্টিকেলটি দেখে আসতে পারেন।

আর আপনি এই আর্টিকেলটি যদি পরে তাহলে আপনি বুঝতে পারবেন ফেসবুক কত ভিউতে কত টাকা দেয় এখানে সহজভাবে আলোচনা করা হয়েছে।

আমাদের শেষ কথা

টিকটক কত ভিউতে কত টাকা দেয় আপনারা হয়তো জেনে গেছেন। আর আর্টিকেলটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন।

আর আপনি চাইলে আর্টিকেলটি সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন।

Leave a Comment