টিকটক একাউন্ট কিভাবে খুলে | টিকটক ভিডিও এডিটিং

বন্ধুরা আজকাল আমরা অনেকেই আছি যে কিভাবে একটি প্রফেশনাল মানের টিকটক একাউন্ট খুলতে হয় তা আমাদের জানা নেই। তো বন্ধুরা আজকে আমরা আমার লেখা এই আর্টিকেল টির মাধ্যমে কিভাবে একটি প্রফেশনাল মানের টিকটক একাউন্ট খোলা যায় তা সম্পর্কে জানব। আপনিও যদি এই বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত অবশ্যই পড়বেন আশা করি অবশ্যই জানতে পারবেন।

বন্ধুরা একটি টিকটক একাউন্ট খোলা আগে আমাদের অবশ্যই জানতে হবে যে টিকটক এ একাউন্ট খুলবো ঠিক আছে, কিন্তু টিকটক বিষয়ে কিছু অজানা তথ্য আমাদের অনেকেরই জানার বাকি রয়েছে তো বন্ধুরা চলুন আমরা জেনে আসি টিকটক এর বিষয়ে কিছু অজানা তথ্য। বন্ধুরা শুরুতেই আমরা জানবো যে টিকটক কি এই বিষয়ে?

টিকটক কি?

টিকটক হচ্ছে একটি  সর্ট ভিডিও মেকিং প্ল্যাটফর্ম, যা ২০১৭ আন্তর্জাতিক ভাবে অনলাইন জগতে লঞ্চ করানো হয়। তার পর মাত্র ৪ থেকে ৫ বছর এর মধ্যে পুরো বিশ্বব্যাপী কম বেশি সবারই স্মার্ট ফোনে ইন্সটল করা হয়েছিলো। অর্থাৎ পুরো বিশ্বব্যাপী অনেক অনেক জনপ্রিয়তা লাভ করেছেন এই টিকটক নামক শর্ট ভিডিও মেকিং প্লাটফর্ম অ্যাপ্লিকেশনটি।

বন্ধুরা আপনারা যখন টিকটক (tiktok) অ্যাপ্লিকেশনটি ওপেন করেন তখন আপনাদের সামনে দেখানো হয় নানান ধরনের ভিডিও যেমন নাচ (Dan’s), গান (song), গজল, শিক্ষাবিষয়ক ভিডিও থেকে শুরু করে আরো অনেক ধরনের ভরপুর সর্ট ভিডিও ক্লিপ।

তো আশা করছি যে আপনারা আপনারা বুঝতে পেরেছেন যে টিকটক সম্পর্কে কিছু অজানা তথ্য এবং টিকটক কি তা সম্পর্কেও।

আপনি যদি টিকটক এ একাউন্ট খুলতে চান তাহলে আপনাকে কিছু সহজ সহজ পদক্ষেপ অনুসরণ করতে হবে। সেগুলো নিচে দেওয়া হলো।

টিকটক একাউন্ট খোলার নিয়ম

প্রথমে আপনাকে google play store থেকে tiktok অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। গুগল প্লে স্টোর থেকে টিক টক অ্যাপ্লিকেশনটি যেভাবে ডাউনলোড করবেন। গুগল প্লে স্টোর এর সার্চবারে tiktok টাইপ করে সার্চ করে দিবেন, যখন tiktok অ্যাপ্লিকেশনটি চলে আসবে তখন আপনি সেখান থেকে ইন্সটল এ ক্লিক করবেন তাহলে আপনার স্মার্ট ফোনে টিকটক এপ্লিকেশনটি ইন্সটল হয়ে যাবে।

কিভাবে টিকটক একাউন্ট খুলবো

 

বন্ধুরা টিকটক নামক এপ্লিকেশন টি আপনার স্মার্ট ফোনে ইন্সটল করা হয়ে গেলে আপনি আগে এপ্লিকেশন টি ওপেন করে নেবেন ওপেন করা হয়ে গেলে আপনি আপনার স্মার্ট ফোন এর স্ক্রিনে ডান দিকে একদম নিচে যে প্রোফাইল এর মতো একটা আইকন রয়েছে সেটাতে ক্লিক করবেন।

টিকটক একাউন্ট খোলার নিয়ম | কিভাবে টিকটক একাউন্ট খুলবো

 

এবং এই প্রোফাইল আইকন টিতে ক্লিক করার পর আপনার স্মার্টফোনের স্ক্রিনে ঠিক এই রকম একটি ইন্টারফেস শো করবে।

কিভাবে টিকটক একাউন্ট খুলবো

 

এখানে আসার পর আপনি চাইলে আপনার ফেসবুক একাউন্ট, ইমেইল অথবা টুইটার একাউন্ট দিয়ে টিকটক আইডি টি কন্টিনিউ করতে পারবেন অর্থাৎ একটি নতুন টিকটক আইডি খুলতে পারবেন

বন্ধুরা আজকে আমার এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো যে কিভাবে একটি ফেসবুক আইডি দিয়ে নতুন একটি টিকটক অ্যাকাউন্ট তৈরি করব। তো আপনারা ফেসবুক আইডি দিয়ে যদি টিকটক একাউন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে (continue with Facebook‌) নামক এই অপশনটিতে ক্লিক করতে হবে।

(Continue with Facebook) নামক এই অপশনটিতে ক্লিক করার পর আপনার স্মার্ট ফোনের স্ক্রিনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে।

কিভাবে টিকটক একাউন্ট খুলবো

 

এই ইন্টারফেস টি শো করার পর আপনি (Continue) কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ফোনে কিছু লোডিং নিতে পারে এবং সেই লোডিং শেষ হওয়ার পর আপনার স্মার্টফোনের স্ক্রিনে আবারও এরকম একটি ইন্টারফেস শো করবে।

কিভাবে টিকটক একাউন্ট খুলবো

 

এখানে আপনার জন্ম সন দিতে বলেছেন আপনি আপনার জন্ম সন দিয়ে দিবেন এবং আপনার বয়স যদি ১৮ বছর এর নিচে হয়ে থাকে তাহলে আপনি যথাযথ চেষ্টা করবেন যে ১৮+ বয়স করে দিতে।

জন্ম সন ঠিক মতো সিলেক্ট করা হয়ে গেলে আপনি নেক্সট (Next) বাটনে ক্লিক করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার স্মার্টফোনের স্ক্রিনে আবার একটি এই রকম একটা ইন্টারফেস শো করবে।

কিভাবে টিকটক একাউন্ট খুলবো

 

এবং আপনার ফেসবুক আইডিতে থাকা যেই নাম আপনি ব্যবহার করেন ওই নাম এইখানে অটোমেটিকলি দেওয়া থাকবে আপনি চাইলে নতুন করে নাম ক্রিয়েট করে নিতে পারবেন।

বন্ধুরা আপনার যদি নতুন করে নাম ক্রিয়েট করে নেওয়া থেকে থাকে তাহলে আপনি আপনার স্মার্টফোনের স্ক্রিনের বাম দিকে পড়ে (Skip) স্কিপ নামক একটি অপশন দেখতে পারবেন সেখান থেকে আপনি এই ইন্টারফেসটি স্কিপ করে দিতে পারবেন।

এবং আপনার এই ইন্টারফেসটি স্কিপ করে দেওয়ার পর আপনার ফেসবুক একাউন্ট দিয়ে টিকটক একাউন্ট একদম ঠিক ঠাক ভাবে খোলা হয়ে যাবে এবং ওই ইন্টারফেসের পর আপনাকে আপনার টিকটকের প্রোফাইলে নিয়ে আসবে প্রথমত আপনার (tiktok) এর প্রোফাইল টা ঠিক এরকম থাকবে।

টিকটক একাউন্ট খুলবো কিভাবে

 

প্রথমত ঠিক এইরকম ভাবে আপনার টিকটক একাউন্টি সাজানো থাকবে। এবং আপনি চাইলে আপনার মনের মত করে আপনার টিকটক একাউন্টের প্রোফাইল এডিট করতে পারবেন।

আপনি যদি আপনার প্রোফাইল আরো ভালো করে এডিট করতে চান তাহলে আপনাকে (Edit profile) এডিট প্রোফাইল এ ক্লিক করতে হবে এবং ক্লিক করে আপনি আপনার মনের মত করে আপনার প্রোফাইলটি এডিট করে নিতে পারেন।এবং আপনার ছবি দিয়ে আপনি আপনার টিকটক একাউন্টের প্রোফাইল পিক দিতে পারবেন।

এরপর আপনি যদি আপনার tiktok একাউন্টে ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাকে নিশ্চয়ই রিয়েল অথেন্টিক ভিডিও আপলোড করতে হবে কোনরকম কপিরাইট ছাড়া ভিডিও আপলোড করতে হবে।

অবশ্যই : আপনি যতটুকু পারেন ততটুকু কপিরাইট ফ্রি ভিডিও আপলোড করবেন কোন ধরনের কারো ভিডিও ডাউনলোড করে আপলোড করলে টিকটক আপনার একাউন্ট থেকে ডিলিট করে দিতে পারে।

বন্ধুরা আশা করি যে আপনারা আমার এই আর্টিকেলের মাধ্যমে আপনি আপনার টিকটক একাউন্ট তৈরি করে ফেলেছেন তো বন্ধুরা এখন আপনার টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করার জন্য আপনাকে ভিডিও তৈরি করতে হবে।

টিকটক ভিডিও তৈরি করার জন্য এবং ভিডিও এডিট করার জন্য আমরা আমার এই আর্টিকেলে একটি অ্যাপস সম্পর্কে আলোচনা করব এবং আপনি যদি আপনার tiktok ভিডিও এডিট করতে চান তাহলে আমার এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়বেন।

টিকটক ভিডিও এডিটিং

বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে টিকটক ভিডিও এডিট করার একটি ফ্রি অ্যাপস সম্পর্কে। কোন রকম অর্থ ছাড়াই ভিডিও এডিট করার জন্য একটি অ্যাপস আমি আপনাদের তুলে ধরবো।

এবং আপনারা ওই অ্যাপস টি আপনার স্মার্ট ফোনে ইন্সটল করে ব্যবহার করে আপনি আপনার টিকটক ভিডিও খুব সহজেই একদম ফ্রিতে এডিট করতে পারবেন।

আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দেবো যে ছবি দিয়ে কিভাবে টিক টক ভিডিও এডিট করবেন অথবা ছবি দিয়ে কিভাবে একটি টিকটক ভিডিও তৈরি করবেন চলুন আলোচনা করা যাক।

CapCut – Video Editor (ক্যাপ কার্ড ভিডিও এডিটর)

বন্ধুরা এই অ্যাপটি যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে প্রথমত আপনার স্মার্টফোনে এই অ্যাপটি টি আপনাকে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।

এই অ্যাপটি ইন্সটল করে আপনাকে প্রথমত এই অ্যাপ্লিকেশনটিতে একটি অ্যাকাউন্ট করতে হবে যা করার জন্য কোন রকম অর্থ দেওয়া লাগবে না একদম ফ্রিতে আপনি এই অ্যাপে অ্যাকাউন্ট করতে পারবেন।

আপনি যখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন আপনার সামনে অনেক ধরনের টেমপ্লেট চলে আসবে আপনার পছন্দমত একটি টেমপ্লেট আপনি ইউজ করতে পারবেন এবং সেই টেমপ্লেটে ছবি দিয়ে ভিডিও এডিট করতে পারবেন আপনার মনের মত করে।

CapCut – Video Editor (ক্যাপ কার্ড ভিডিও এডিটর এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব কিভাবে)

বন্ধুরা আপনার ফোনে এই অ্যাপ্লিকেশনটি ইন্সটল করার জন্য আপনাকে প্রথমত গুগল প্লে স্টোর ওপেন করতে হবে এবং সার্চবারে লিখতে হবে CapCut – Video Editor এই নামটি সার্চবারে টাইপ করে সার্চ করে দিবেন।

গুগল প্লে স্টোরে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এইরকম একটি অ্যাপ্লিকেশন উপস্থাপন করাবেন আপনি এই অ্যাপ্লিকেশনটির প্রোফাইল পিকটি ভালো ভাবে চিনে রাখুন কারন আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে।

#capcut

 

বন্ধুরা আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটি ইন্সটল করা হয়ে গেলে যা যা সব ইনফরমেশন চাইবে সবগুলো এলাও করে দিবেন এবং এলাও করে দেওয়ার পর আপনার স্মার্টফোনের স্ক্রিনে ঠিক এরকম একটা ইন্টারপ্রেস শো করবে।

টিক টক ভিডিও এডিট

 

এবং এই অ্যাপ্লিকেশনটিতে একাউন্ট তৈরি করার জন্য নিচে Me নামক একটি আইকনে রেড চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া আছে ওই আইকনটিতে আপনারা ক্লিক করবেন এরপর আপনাদের স্মার্টফোনের স্ক্রিনে আবারও ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে।

 

টিকটক ভিডিও এডিটিংবন্ধুরা আপনাদের স্মার্টফোনে এরকম একটা ইন্টারফেস শো করাবে এই ইন্টারফেসটি আপনাদের স্মার্টফোনের ক্লিনে আসার পর আপনারা যে নতুন টিক টক একাউন্টটি তৈরি করেছেন ওই টিকটক একাউন্টটি দিয়েও আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন।

ওই টিকটক একাউন্টটি দিয়ে একাউন্ট করতে গেলে আপনাকে প্রথমত Log in to TikTok এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার স্মার্টফোনের স্ক্রিনে ঠিক এইরকম আর একটা ইন্টারফেস শো করবে।

tiktok ভিডিও এডিটিং

 

এই ইন্টারফেস এ আসার পর আপনি যে নিচে কন্টিনিউ অপশনটি দেখতে পারছেন ওই অপশনটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার স্মার্টফোনটি নেটওয়ার্ক প্রবলেম এর জন্য কিছুক্ষণ লোডিং নিতে পারে এবং লোডিং নেওয়ার পর সেই আগের মতো করে টিকটক একাউন্ট খোলার সময় যেভাবে জন্ম সাল তারিখ এবং মাস দিয়েছিলেন ঠিক ওইভাবে সবকিছু কমপ্লিট করে নিবেন।

এবং সবকিছু কমপ্লিট করে নেওয়ার পর আপনারা আবার কন্টিনিউ এ ক্লিক করে দিবেন কন্টিনিউ এ ক্লিক করে দেওয়ার পর আপনার টিকটক একাউন্টটি দিয়ে এই CapCut এপ্লিকেশনটিতে একটি একাউন্ট তৈরি করা হয়ে যাবে এবং ওই নতুন একাউন্টির প্রোফাইলটি অনেকটা এরকম থাকবে।

টিকটক ভিডিও এডিট

 

এবং এখান থেকে আপনারা নিজের ইচ্ছা মত করে টেমপ্লেট বেছে নিয়ে নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রিতে। কিন্তু ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন? সেটাও আজকে আমার এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেব।

তো ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য প্রথমত আপনাকে টেমপ্লেট (Templates) অপশনে ক্লিক করতে হবে। টেমপ্লেট (Templates) অপশনে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো টেমপ্লেট নিয়ে আসবে এবং ওই টেমপ্লেটগুলো দেখে আপনার যে টেমপ্লেটটি পছন্দ সেই টেমপ্লেট টি তে আপনি ক্লিক করবেন যেমন আমি আমার পছন্দ মত করে একটি টেমপ্লেট বেছে নিয়েছি।

ভিডিও এডিট

 

টেমপ্লেট এ ক্লিক দিয়ে নিছে ইউস টেমপ্লেটে আপনারা ক্লিক করবেন এবং ইউজ টেমপ্লেটে ক্লিক করার পর আপনাদেরকে টেমপ্লেটের ভিতরে নিয়ে যাওয়া হবে ভেতরের ইন্টারপেসটি অনেকটা এরকম থাকবে।

টিকটক ভিডিও এডিট

 

এবং এখানে আপনি আপনার পছন্দমত ছবি ব্যবহার করে উপরে এক্সপোর্ট (Export) এ ক্লিক করে দিবেন এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার স্মার্টফোনের স্ক্রিনে আবারও ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করাবে।

টিকটক ভিডিও এডিটিং

 

এখানে আসার পর আপনি চাইলে আপনার ইচ্ছা মত ভিডিও এইচডি (HD) এবং কনভার্ট (convert) করে নিতে পারবেন যদি এইচডি অথবা কনভার্ট করে নিতে চান তাহলে আপনাকে 720P এই লেখাটির উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর সেখানে অনেকগুলো অপশন রয়েছে যদি আপনি একদমই কনভার্ট করে নিতে চান তাহলে আপনাকে 480P এখানে রেখে ডানে বাটনে ক্লিক করতে হবে।

আর যদি আপনি এইচডি করতে চান তাহলে আপনি 720P করে নিতে পারেন আপনি যদি আরও বেশি এইচডি HD করতে চান তাহলে আপনি 1080P করে নিতে পারেন।

এরপরেও আপনি যদি ফুল এইচডি HD ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি 2k/ 4k তে রেখে ডানে বাটনে ক্লিক করে দিলেই আপনি ছবি দিয়ে একদম ফ্রিতে ভিডিও এডিট করে নিতে পারবেন।

আমাদের শেষ কথা

তো বন্ধুরা আশা করি আপনারা বুঝে গেছেন যে একটি টিকটক একাউন্ট কিভাবে খুলবেন ও কিভাবে টিকটক ভিডিও এডিটিং করবেন।

তো বন্ধুরা আপনারা যদি আমাদের এই আর্টিকেলটি ভালোভাবে না পড়েন তাহলে আবার ভালো করে পড়ুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে একটি টিকটক একাউন্ট কিভাবে তৈরি করবেন।

এবং কিভাবে টিকটক ভিডিও এডিট যায় এ বিষয় নিয়ে আলোচনা করা হলো। এবং আপনাকে যদি আর্টিকেলটি ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন।

আর যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আর আর্টিকেলটি যদি ভালো লাগে তাহলে আমাদের আর্টিকেলটি আপনি শেয়ার করতে পারেন।

আর বন্ধুরা আমরা অনেকেই টিকটক একাউন্ট থেকে টাকা ইনকাম করতে চাই। এবং কিভাবে টিকটক একাউন্ট থেকে টাকা ইনকাম করতে হয় এ বিষয়ে জানিনা।

আর আপনি যদি জানতে চান কিভাবে টিকটক থেকে টাকা ইনকাম করা যায় তাহলে আমার এই আর্টিকেলটি আপনি পরে আসতে পারেন। টিকটক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় | টিকটক দেখে টাকা ইনকাম

আরো পড়ুন

Leave a Comment