কিভাবে ফেসবুক স্টার থেকে টাকা ইনকাম করা যায়

ফেসবুক স্টার থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। facebook স্টার কিভাবে সেটাপ করা যায়। এ বিষয় নিয়ে যদি আপনি জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।

তো বন্ধুরা আপনারা জানেন যে ফেসবুক থেকে অনেক ভাবে টাকা ইনকাম করা যায়।

কিন্তু বর্তমান সময়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য ফেসবুক স্টার অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে আবার অনেকেই ফেসবুক স্টার এর মাধ্যমে টাকা ইনকাম করতেছে।

তো বন্ধুরা, আপনি যদি ফেসবুক স্টার এর মাধ্যমে টাকা ইনকাম করতে চান তাহলে আমার আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

ফেসবুক স্টার থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় এই বিষয় নিয়ে আমরা একটু পরে আলোচনা করি সর্বপ্রথম আমরা আলোচনা করি যে ফেসবুক স্টার কি।

ফেসবুক স্টার কী

তো বন্ধুরা ফেসবুক থেকে ঘরে বসে অনেক ভাবে টাকা ইনকাম করা যায় তবে আমরা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি facebook স্টার এর মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করবেন।

আর ফেসবুক স্টার সিস্টেমটি নতুন এসেছে ফেসবুকে আর এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। আর এটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।

বন্ধুরা ফেসবুক স্টার হল ফেসবুকের একটি নতুন ফিউচার যার মাধ্যমে যারা ফেসবুকে কনটেন্ট তৈরি করে তারা facebook স্টার থেকে উপার্জন করার সুবিধা পায়।

ফেসবুক স্টার প্রোগ্রাম মূলত লাইভ স্ট্রিমার নেইমার এবং এই ধরনের অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদের  জন্য তৈরি করা হয়েছে।

তারা যখন ফেসবুকে লাইভ স্ট্রিম করবে তখন তাদের ফলোয়ার গুলো তাদেরকে স্টার প্রদান করতে পারবে।

অর্থাৎ আপনার ভিডিও যদি আপনার কোন ফলোয়ার এর কাছে ভালো লাগে তখন তারা ইচ্ছে করলে আপনাকে কিছু স্টার প্রদান করতে পারবে।

আর প্রতিটি স্টারের একটি নির্দিষ্ট অর্থ মূল্য থাকে যা যা কনটেন্ট থিয়েটারদের টাকা হিসেবে সংগ্রহ করতে পারেন।

ধরুন আপনার কোন ফলোয়ার যদি আপনাকে একটি স্টার পাঠায় তখন সেটি তখন সেটি আপনার একাউন্টে ডলার হিসেবে জমা হবে।

প্রতি ইফতারের বিনিময়ে ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরদের $0.01 USD দিয়ে থাকে অর্থাৎ ১ সেন্ট দিয়ে থাকে।

অর্থাৎ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর ১০০ টি স্টারের বিনিময়ে এক ডলার ইনকাম করে থাকে।

আর এই স্টার প্রোগ্রাম এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা ফেসবুকে তাদের আপলোড করা কনটেন্ট মনিটাইজ করতে পারেন। এবং ঘরে বসে ফেসবুকের মাধ্যমে টাকা ইনকাম করতে পারে।

ফেসবুকে স্টার পেলে কি হয়?

তো বন্ধুরা ফেসবুক মনিটাইজ এর মাধ্যমে যেমন টাকা ইনকাম করা যায় তেমনি ভাবে ফেসবুক স্টার এর মাধ্যমে টাকা ইনকাম করা যায়।

অর্থাৎ আপনি যদি ফেসবুকে স্টার পেয়ে থাকেন তাহলে আপনি সেই স্টার ভাঙ্গিয়ে টাকা ইনকাম করতে পারেন।

কিভাবে ফেসবুক স্টার সেট আপ করতে হয়

তো বন্ধুরা আপনি যদি অনলাইন থেকে কোনরকম ডিপোজিট ছাড়া বা ফ্রী টাকা ইনকাম করতে চান তাহলে ফেসবুক স্টার আপনার জন্য উপযুক্ত মাধ্যম। বিবেচিত হতে পারে।

আপনি যদি ফেসবুক স্টাইলের মাধ্যমে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে স্টার ফিউচারটি অন করতে হবে।

আপনার ফেসবুক পেজে বা একাউন্টে স্টার চালু করার প্রধান দুইটি ধাপ রয়েছে। প্রথম টি হল ফেসবুক স্টার মনিটাইজ চালু করা এবং দ্বিতীয়টি হল পেমেন্ট একাউন্ট যোগ করা।

তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই ধাপ দুটির সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

ফেসবুক স্টার মনিটাইজেশন কিভাবে চালু করবেন

ধাপ নাম্বার ১

ফেসবুক স্টার ফিউচারটি অন করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফেসবুক অ্যাপসে বা ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এরপর উপরের দিকে ডান দিকে প্রোফাইল আইকন টিতে ক্লিক করুন

profile icon এ ক্লিক করার পর নিছে বেশ কিছু অপশন আপনি দেখতে পারবেন এরপর আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড Professional dashboard এর উপর ক্লিক করুন

ধাপ নাম্বার ২

প্রফেশনাল ড্যাশ বোর্ডে যাওয়ার পর নিচের মত একটি শো করবে যেখানে অনেক কয়েকটি অপশন থাকবে সেখান থেকে আপনি মনিটাইজ Monetisation লেখাটির উপর ক্লিক করুন।

ধাপ নাম্বার ৩

Monetisation অপশনট ক্লিক করার পর স্টার সেটআপ এর উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে।

ধাপ নাম্বার ৪

স্টার এ ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে।

আর বন্ধুরা আপনারা এখান থেকে আপনাদের নাম এবং জন্ম তারিখ এবং দেশের নাম দেখানো হবে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে Accept terms বাটনটিতে ক্লিক করুন।

আর ওপরের থাকা তথ্যগুলো যদি ভুল থাকে তাহলে এডিট করে Accept terms বাটনটিতে ক্লিক করুন

ধাপ নাম্বার ৫

এখানে ক্লিক করার পর আপনার একাউন্টটিতে ফেসবুক স্টার ফিউচার চালু হয়ে যাবে এরপর আপনি চাইলে Set up payout account এ ক্লিক করে আপনার পেমেন্ট ইনপু যুক্তকর ণ করতে পারেন

আর আপনি চাইলে পরেও এই অফলাইন টির মাধ্যমে পেমেন্ট ইনফর্মেশন সাবমিট করতে পারেন

ধাপ নাম্বার ৬

বন্ধুরা আপনি যদি payment method add করতে না চান তাহলে আপনি ইওর টুলস থেকে স্টার অপশনটির উপর ক্লিক করুন এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে

এখানে আপনি আপনার ইনকাম এবং আপনার স্টার এর সংখ্যা দেখতে পারবেন।

আর এখানে বন্ধুরা আপনি সবকিছু সুন্দর দেখতে পারবেন কারণ আপনি এখানে একটি কারণ তৈরি করলেন আর এখনও কোন আপনার দর্শক কোন স্টার গিফট করেনি।

যখন কোন দর্শক কোন স্টার আপনাকে প্রদান করবে তখন আপনি এখান থেকে দেখতে পারবেন এখনো করেনি তাই সবকিছু শূন্য শূন্য।

আমরা অনেকেই আছি যারা চিন্তা করি যে একটি ফেসবুক স্টার এর দাম কত  অনেকেরই মনে এরকম প্রশ্ন জাগে তাই চলুন জেনে নেওয়া যাক ফেসবুক স্টার এর দাম কত

ফেসবুক স্টার এর দাম কত

তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক facebook star এর দাম কত বন্ধুরা ফেসবুক এক স্টার একসেন্ট দিয়ে থাকে। যা বাংলাদেশী টাকায় এক টাকা কয়েক পয়সা হয়ে থাকে।

ফেসবুকে ১০ স্টার কত টাকা?

যদি বন্ধুরা আপনি আপনি দশটি স্টার পেয়ে থাকেন তাহলে ফেসবুক আপনাকে ১০ সেন্ট দিবে। যা বাংলাদেশী টাকায় ১২ হতে ১৩ টাকা হতে পারে।

ফেসবুকে ১০০ স্টার সমান কত ডলার

যেহেতু ফেসবুক একটি স্টার এর বিনিময়ে একসেন্ট দিয়ে থাকি সুতরাং ১০০ স্টারে এক ডলার দিয়ে থাকে।

২৫ ডলার কত ফেসবুক স্টার?

যেহেতু ১০০ স্টারে এক ডলার দিয়ে থাকে সুতরাং ২৫০০ স্টার এ ২৫ ডলার হয়ে থাকে।

তো বন্ধুরা আমরা তখন থেকেই অনেক আলোচনা করলাম এখন আলোচনা করব কিভাবে ফেসবুক স্টার থেকে টাকা ইনকাম করা যায়।

কিভাবে ফেসবুক স্টোর থেকে টাকা ইনকাম করা যায়?

বন্ধুরা ফেসবুক স্টোর থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে সর্বপ্রথম দরকার হবে একটি ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট।

আর বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্টে  বা পেজে যদি আপনার ৫০০ ফলোয়ার থাকে তাহলে আপনি ফেসবুক স্টার প্রোগ্রামে যোগ হতে পারবে এবং ফেসবুক স্টার এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

এমনিতেই ফেসবুক স্টার এর মাধ্যমে টাকা ইনকাম করা প্রক্রিয়াটি ফেসবুক থেকে টাকা ইনকামের অন্যান্য উপায় গুলোর থেকে আলাদা।

কেননা facebook রিলিজ মনিটাইজ এর মাধ্যমে যেগুলো পেজ বা অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম করা হয় সেগুলো তে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে টাকা ইনকাম হয়ে থাকে।

আর ফেসবুক স্টার দিয়ে এভাবে টাকা ইনকাম হয় তো বন্ধুরা আপনার ভিডিও যখন আপনার কোন দর্শক দেখবে তখন যদি কোন দর্শক আপনাকে star গিফট করে তাহলে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন।

আর বন্ধুরা যখন আপনি আপনার ফেসবুক পেজ বা ফেসবুক একাউন্টে লাইভ স্ট্রিমিং করবেন তখন আপনার দর্শক আপনাকে স্টার পাঠাতে পারবে।

তাই বন্ধুরা আপনি নিয়মিত লাইভ স্ট্রিমি করুন। এবং বন্ধুরা কলেটি সম্পূর্ণ ভিডিও তৈরি করুন।

কেননা আপনি যদি ফেসবুক স্টার এর মাধ্যমে ভালো মানে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই কলেটি ফুল ভিডিও তৈরি করতে হবে।

কারণ হলো আপনার ভিডিওটি দেখে যদি কোন দর্শক মজা না পায় তাহলে তো সেই দর্শক আপনাকে star প্রদান করবে না। তাই কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করুন এবং মজার মজার বিষয় নিয়ে ভিডিও তৈরি করে  আপলোড করুন।

ফেসবুক স্টার থেকে আয় বাড়ানোর কৌশল

১:ফেসবুক ইস্টার থেকে আয় বাড়ানোর জন্য কিছু কৌশল রয়েছে যা আপনি ব্যবহার করে আপনার ইনকাম বারাতে পারে।

বন্ধুরা আপনি আপনার facebook পেজ বা প্রোফাইলে ফলোয়ার নতুন নতুন কনটেন্ট নিয়মিত পেতে পছন্দ করে তাই আপনি নিয়মিত নতুন নতুন কনটেন্ট তৈরী করে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আপলোড করুন।

২:বন্ধুরা আপনার ফেসবুক পেজে বা আপনার প্রোফাইলে আপনি লাইভ স্ট্রিমিং করতে পারেন। নিয়মিত দেখবেন কিছু কিছু দর্শক রয়েছে যারা লাইভ ভিডিও দেখতে পছন্দ করে।

তাই আপনি চাইলে লাইভ স্ট্রিম করতে পারেন। আর একটা কথা মনে রাখবেন আপনি যখন লাইভ স্ট্রিম করবেন তখন যেন আপনার কন্টেন্টের কোয়ালিটির জেনো ভালো হয়

কারণ কারণ হলো আপনার কনটেন্টর যদি কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার কোন দর্শক আপনাকে star গিফট করবে না।

তাই কোয়ালিটি ফুল এবং মজাদার ভিডিও তৈরি করুন যেগুলো দেখে মানুষ মজা পায় মজা পেয়ে তা আপনাকে কিছু স্টার হতে গিফট করে। কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করুন এতে আপনার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফেসবুক স্টার থেকে আয়ের কিছু চ্যালেঞ্জ এবং সমাধান

বন্ধুরা আপনারা যদি ফেসবুক প্ল্যাটফর্মের নতুন হয়ে থাকেন তাহলে আপনি স্টার ইনকাম এর ক্ষেত্রে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। নিচে কিছু সমস্যা সাধারণ এবং এর সমাধান নিয়ে আলোচনা করব আমরা।

  • ফেসবুক পেজ মনিটাইজ করতে সমস্যা: বন্ধুরা কখনো কখনো ফেসবুক পলিসির কারণে আপনার ফেসবুক পেজে মনিটাই অনুমোদন নাও করতে পারে। এজন্য বন্ধুরা আপনাকে আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন ফেসবুকের সকল নিয়ম-কানুন মেনে ভিডিও তৈরি করুন এবং ভিডিও আপলোড করুন ফেসবুকে নিয়ম নীতি মেনে এবং ফেসবুকের কপিরাইট মেনে ভিডিও তৈরি করুন তাহলে আপনার মনিটাইজ পাওয়ার সময় কোনরকম সমস্যা সম্মুখীন হতে হবে না।
  • ফলোয়ার কম থাকা: বন্ধুরা আপনারা যদি ফেসবুক প্রোফাইলে কম ফলোয়ার কে তাহলে আপনার স্টার ইনকামের সুযোগ কম থাকবে এক্ষেত্রে আপনার প্রমোশনাল ক্যাম্পেইন চালানো ভিডিও শেয়ার করা এবং কমিউনিটি এংগেজমেন্ট বাড়ানোর জরুরী।

ফেসবুক স্টার থেকে আয় করা টাকা কিভাবে তুলবেন?

বন্ধুরা ফেসবুক স্টারের মাধ্যমে টাকা ইনকাম হওয়া টাকা আপনি তিন উপায়ে তুলতে পারবেন।

১:বন্ধুরা আপনি চাইলে সরাসরি আপনার ব্যাংক একাউন্টের মাধ্যমে আপনার পেমেন্ট নিতে পারেন এক্ষেত্রে আপনার স্টার ইনকাম কমপক্ষে ২৫ ডলার হতে হবে তাহলে আপনি আপনার ব্যাংক একাউন্টে নিতে পারবেন।

২:wire transfer এবং তৃতীয় পদ্ধতি হলো পেপাল একাউন্ট।

তবে বন্ধুরা আমার মতে সবথেকে সুবিধার জনক পদ্ধতি হলো ব্যাংক একাউন্টের মাধ্যমে পেমেন্ট নেওয়া।

ফেসবুক স্টার থেকে ইনকাম: FAQ’s

Q.ফেসবুক স্টার কত টাকা 

বন্ধুরা ফেসবুক স্টার একটি স্টার সমান সমান এক সেন্ট অর্থাৎ ১০০ টি স্টার যদি কেউ আপনাকে গিফট করে তাহলে আপনি ১০০ টি স্টার সমান সমান ১ ডলার পাবেন।

Q. ফেসবুকে লেখালেখি করে আয়

বন্ধুরা আপনি চাইলে ফেসবুকে লেখালেখি করে টাকা ইনকাম করতে পারবেন। আর আপনি যদি ফেসবুকে লেখালেখি করে টাকা ইনকাম করতে চান তাহলে আপনি চাইলে আমার এই আর্টিকেলটি পড়ে আসতে পারেন ফেসবুকে লেখালেখি করে আয় করার উপায় (আপডেট ২০২৫)

আমাদের শেষ কথা

বন্ধুরা আপনারা হয়তো জেনে গেছেন যে ফেসবুক স্টার থেকে ইনকাম কিভাবে করা যায়।

আপনি যদি আর্টিকেলটি ভালো করে না পড়ে থাকেন তাহলে আর্টিকেলটি আরো ভালো করে পড়ুন তাহলে আপনি বুঝবেন যে ফেসবুক স্টোর থেকে ইনকাম কিভাবে করা যায়।

আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং আর্টিকেলটি সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *